Header Ads

Header ADS

কবিতা

অন্তপ্রাণ আমি নিঃশ্বাসের শেষ প্রাণবায়ু অনুভব করছি, যখন নশ্বর দেহে কোভিড ঊনিশ ঘ্রাণ পেয়েছি। আমি হৃদয়ের অসহায়ত্বের আর্তনাদ শুনছি, যখন ফুসফুস আক্রান্ত কবলে ধারণা করছি। আমি আমার অক্সিজেন নিতে যন্ত্রণায় ভোগছি, যখন ফুসফুসের বায়ুথলি অনড় অনুভব করছি। আমি আমার প্রাণ এ বুঝি যাই, বাঁচার লড়াই করছি, যখন মৃত্যুর দুয়ারে আপন নশ্বরতায় ভেবে চলছি। আমি পৃথিবীর রূপ আর একটিবার দেখিতে চাই, জন্মান্তরের কর্ম গুণে একটিবার প্রাণ রক্ষা চাই। আমি আর একটিবার মায়ের আদর পেতে চাই, যে মায়ের দুগ্ধ পানে এ দেহ, বাঁচিয়ে রাখতে চাই। আমি পিতার শাসন-বারণ আর একবার পেতে চাই, যে পিতার কোলে সন্তানের নিরাপদ খোঁজে পাই। আমি গুরুর উপদেশ আর একটিবার শুনতে চাই, জীবন জয়ের বীজমন্ত্র শেষবার প্রয়োগ করতে চাই। আমি প্রিয়তমার লাল ঠোঁটের চুম্বন স্পর্শ চাই, তাহার নয়নের নয়ন রেখেই অন্তপ্রাণ চাই। -সমাপ্ত- ১৮ মে, ২০২০

No comments

কবিতা

অন্তপ্রাণ আমি নিঃশ্বাসের শেষ প্রাণবায়ু অনুভব করছি, যখন নশ্বর দেহে কোভিড ঊনিশ ঘ্রাণ পেয়েছি। আমি হৃদয়ের অসহায়ত্বের আর্তনাদ শুনছি, যখন ফুসফুস ...

Theme images by LUGO. Powered by Blogger.